অনলাইন ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ইন্টারনেট সেবার জন্য স্টারলিংক স্যাটেলাইটকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো অর্থ দেয়নি বলে জানিয়েছেন স্পেস এক্সের মালিক ইলন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, অবৈতনিক পরিষেবা ও সাইবার যুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ায় প্রতি মাসে স্পেসএক্সের ২ কোটি ডলারের মত খরচ হচ্ছে।
এরপরেও ইন্টারনেট পরিষেবা চালু রাখার আশ্বাস দিয়েছেন মাস্ক। বুধবার এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোন অর্থায়ন পাওয়া যায়নি। তবে অন্যান্য দেশ, সংস্থা ও ব্যক্তিদের কাছ থেকে আমাদের টার্মিনাল পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচ পাচ্ছি আমরা। এজন্য তাদের অশেষ ধন্যবাদ।’
ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেটের পরিষেবা চালু রাখতে এ পর্যন্ত ৮ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে বলেও মাস্ক জানান।
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার আলোচনার বরাত দিয়ে গত সোমবার পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যাপারে অর্থায়নের বিষয়টি বিবেচনা করছে।