অনলাইন ডেস্ক
গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়লে স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন কলের ফিচার আগেই এসেছে। দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল দুই বছর আগেই এই ফিচার নিয়ে এসেছে। এবার ফিচারটি স্যামসাংয়ের স্মার্টফোনেও আসছে বলে জানিয়েছে একাধিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল।
এই ফিচারের মাধ্যমে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ডিভাইসটি নিজে থেকেই শনাক্ত করে, স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবার নম্বরে ফোন করবে। স্যামসাংয়ের দুই প্রতিযোগী কোম্পানি গুগল ও অ্যাপল পিক্সেল ৮ এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে দুই বছর আগেই এই ফিচার নিয়ে আসে।
এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গ্যালাক্সি এস ২৪ আলট্রা ও গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এ ‘কার ক্র্যাশ ডিটেক্ট ওয়েকআপ’ সেন্সর দেখা গিয়েছে। এই ফিচারে একই সঙ্গে কয়েকটি সেন্সর যুক্ত রয়েছে। এতে রয়েছে একটি ভার্চুয়াল সেন্সর যা ডেটা প্রসেসিংয়ে সাহায্য করে। আর ফিজিক্যাল সেন্সর হিসেবে রয়েছে জায়রোস্কোপ ও এক্সেলেরোমিটার। সেন্সরগুলো সম্ভাব্য গাড়ি দুর্ঘটনার খবর রিপোর্ট করতে পারে।
কার ডিটেকশন ফিচারটি অন্যান্য গ্যালাক্সি ডিভাইসে দেখা যায়নি। এটি সিস্টেম অ্যাপে লুকানো একটি কোড।
গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে দমকলবাহিনী, হাসপাতাল ও পুলিশের সঙ্গে গ্রাহকের অবস্থান শেয়ার করার অপশন রয়েছে গুগলের পিক্সেল স্মার্টফোনে। তবে এটি এখনো পুরোপুরি স্পষ্ট নয় কবে নাগাদ ফিচারটি আসবে।
এর আগে পিক্সেল ৮ ফোনের মাধ্যমে গুগল এবং আইফোন ১৫ সিরিজের মাধ্যমে অ্যাপল দুই বছর আগে ‘কার ক্র্যাশ ডিটেকশন ফিচার’ এনেছে।